জামালপুরে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই নোটিশ প্রদান করেন।
নোটিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারে কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভ। অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রাথমিক সত্যতা খুঁজে পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ পূর্বেই নির্বাচনি প্রচার চালানো বিধি ৩, ৯ ও ১৮-এর স্পষ্ট লঙ্ঘন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা আগামী ২৫ জানুয়ারি বেলা ১১টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নোটিশের কপি পাওয়ার পরই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
আসমাউল আসিফ, জামালপুর