বরিশালে জাল টাকাসহ কিশোর আটক
বরিশালে পাঁচ হাজার টাকার জাল নোটসহ হৃদয় হাওলাদার (১৭) নামে এক কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হৃদয় পেশায় অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লোহারপুল এলাকার অটোরিকশা মালিক সাব্বিরের গ্যারেজ ভাড়া পরিশোধ করতে রোববার রাতে নতুন ৫০ টাকার ১০টি নোট দেন হৃদয়। সোমবার সকালে সাব্বির ওই টাকা দিয়ে কিস্তি পরিশোধ করতে গেলে সেগুলো জাল বলে শনাক্ত হয়। পরে রাতে হৃদয়ের কাছে বিষয়টি জানতে চাইলে তার কথাবার্তায় অসঙ্গতি দেখা দেয়। এ সময় তাকে তল্লাশি করে ৫০ টাকার আরও ৯০টি জাল নোট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গোয়েন্দা পুলিশের একটি টহল টিমের কাছে তাকে সোপর্দ করে।
মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফিরোজ আলম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, এর আগে বরিশাল থেকে জাল টাকাসহ আটক হওয়া কিশোর অপরাধী চক্রের সদস্য এই হৃদয়। তাকে আটক করে মেট্রোপলিটন বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৩ জানুয়ারি বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল জাল টাকাসহ আরও চার কিশোরকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। অসাধু চক্রগুলো কম বয়সী কিশোরদের ব্যবহার করে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছে পুলিশ।

আকতার ফারুক শাহিন, বরিশাল