ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা
ফরিদপুরের সদরপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই গরু দৌড় প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক উপস্থিত হন প্রতিযোগিতা দেখতে। জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর যাত্রাবাড়ি এলাকায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা, যা গ্রামের মানুষদের মধ্যে আনন্দ ও উত্তেজনার নতুন ঝরনা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বালুর মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজারো দর্শক অংশ নেন, যারা প্রতিটি মুহূর্তে প্রাণবন্ত এ খেলার উত্তেজনা উপভোগ করেন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী শহিদুল ইসলাম বাবুল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন তিনি।
এসময় শহিদুল ইসলাম বাবুল বলেন, গরু দৌড়সহ বিভিন্ন ধরনের গ্রামীণ খেলা আজ হারিয়ে যাওয়ার পথে। এই ধরনের প্রতিযোগিতা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি অনন্য উদ্যোগ। আমরা চাই এই ধরনের গ্রামীণ খেলা পুনরায় জনপ্রিয় হোক। গ্রামের সংস্কৃতি, খেলাধুলা ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাই এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
এদিকে চর যাত্রাবাড়ির বালুর মাঠে অনুষ্ঠিত এই গরু দৌড় প্রতিযোগিতা কেবল একটি খেলার আয়োজন নয়, এটি গ্রামীণ সংস্কৃতির অমূল্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের মধ্যে ঐক্য ও আনন্দের এক অনন্য উৎসব হয়ে উঠেছে বলে স্থানীয়রা মনে করছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর