ফরিদপুরে উদ্ধার হওয়া শক্তিশালী বোমা নিষ্ক্রিয়
ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী এই বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজাল দলের সদস্যরা।
১০০ মিটার দূরে কন্ট্রোলিং সেন্টার থেকে পরিচালিত এই অভিযানে পুলিশের বিশেষ ইউনিটের ১০ জন সদস্য অংশ নেন। প্রথমে তারা বিশেষ নিরাপত্তা পোশাক পরিধান করে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা বোমাটির কাছে যান এবং বুলেটপ্রুফ সরঞ্জাম দিয়ে সেটি ঢেকে দেন।
এরপর প্রায় ১০০ মিটার দূর থেকে তারযুক্ত যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিকট শব্দে প্রায় ২০ ফুট উচ্চতায় ধোঁয়া এবং ৫০ ফুট উচ্চতায় স্প্লিন্টারসহ অন্যান্য সরঞ্জাম ছিটকে যায়। বিস্ফোরণ শেষে বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।
ঢাকা থেকে যাওয়া পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজাল দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, বোমাটি একটি শক্তিশালী আইইডি ছিল এবং সফলভাবে এটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।
এর আগে, গতকাল শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের আলীপুর আলীমুজ্জামান সেতু থেকে বোমাটি উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। উদ্ধারের পর জননিরাপত্তার স্বার্থে সেতু সংলগ্ন কুমার নদের বিসর্জন ঘাটে বালু দিয়ে বোমাটি ঢেকে রাখা হয়েছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। যারা এই নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। উদ্ভূত পরিস্থিতিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর