৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালে প্রতীকী অনশন
বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেলের বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানানো হলেও এখন পর্যন্ত সরকারিভাবে গেজেট প্রকাশ করা হয়নি। এতে করে আমরা কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক ও মানসিক দুর্ভোগে রয়েছি।
বক্তারা আরও বলেন, বেতন বৈষম্য দূরীকরণে দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না করা হলে আগামীদিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় আন্দোলনকারীরা জানান, বরিশালের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে একই দাবিতে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হচ্ছে। এটি একটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ।
অনশন কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা অংশ নেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

আকতার ফারুক শাহিন, বরিশাল