নানকের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির নিষেধাজ্ঞা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মালিকানাধীন ‘গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ’-এ নতুন শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬ সালের জানুয়ারি সেশন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদন এবং কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে ২০২৬ সালের জানুয়ারির আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা স্বাভাবিক নিয়মেই চলবে।
ইউজিসি সূত্র জানায়, বরিশাল নগরীতে অবস্থিত এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম যাচাইয়ে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টিকে একগুচ্ছ শর্ত দিয়ে নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- চলমান শিক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শিক্ষক ও জনবল নিয়োগ, ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করা এবং আগামী মে মাসের মধ্যে এসব প্রস্তুতির প্রমাণ কমিশনে জমা দেওয়া। এছাড়া শিক্ষক-কর্মচারীদের বেতন এবং শিক্ষার্থীদের যাবতীয় ফি অবশ্যই ব্যাংক চ্যানেলের মাধ্যমে লেনদেন করতে হবে।
অনুসন্ধানে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) শীর্ষ তিনটি পদই একই পরিবারের হাতে কুক্ষিগত। সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন। তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস বোর্ডের চেয়ারম্যান এবং তাদের মেয়ে এস আমরিন রাখি ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহাঙ্গীর কবির নানক পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ইউজিসি হুঁশিয়ারি দিয়েছে যে, এসব শর্ত পূরণে ব্যর্থ হলে এবং তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়িত না হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আকতার ফারুক শাহিন, বরিশাল