শিক্ষার্থীদের সড়ক অবরোধে অচল রাজধানী, ভোগান্তি চরমে
রাজধানীর একাধিক স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার ও ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় অচল হয়ে পড়েছে ঢাকার রাজপথ। হঠাৎ এই অবরোধে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ ও অফিসগামীরা।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বাস্তবায়নের দাবিতে সকাল থেকেই রাজপথে নামেন। তাদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
সায়েন্সল্যাব মোড় অবরোধ
দুপুর ১টার দিকে ঢাকা কলেজ ও ইডেনের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে শাহবাগ, নিউমার্কেট ও ধানমন্ডি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা ঢাকা ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মূল সড়ক থেকে সরে যেতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টেকনিক্যাল মোড় অবরোধ
দুপুর ১২টা ১০ মিনিটে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন। এর ফলে গাবতলী ও মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’।
পুলিশ জানায়, বাংলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তারা শিক্ষার্থীদেরকে মূল সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেছে।
তাঁতিবাজার চৌরাস্তা অবরোধ
সকাল সাড়ে ১১টা থেকে কবি কাজী নজরুল ইসলাম ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাঁতিবাজার চৌরাস্তা অবরোধ করেন। লালবাগ জোনের এডিসি মো. আমিনুল কবীর তরফদার জানান, অবরোধের কারণে পুরান ঢাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ফার্মগেট অবরোধ
অন্যদিকে, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র্যাম্প অবরোধ করেন ওই কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, হত্যার এক মাস পেরিয়ে গেলেও বিচারিক কার্যক্রমে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’— এমন স্লোগান দিতে থাকেন।
গত ৪ জানুয়ারি উপদেষ্টাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় তারা পুনরায় রাজপথে নেমেছেন বলে জানান শিক্ষার্থী মারুফ।
অবরোধের কারণে রাজধানীর বিজয় সরণি, গাবতলী, মিরপুর রোড এবং নিউমার্কেট এলাকায় শত শত যানবাহন আটকা পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা বাসে বা রিকশায় বসে থাকা যাত্রীদের অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
গুলশান জোনের এডিসি জিয়াউর রহমান জিয়া জানান, ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা কিছুক্ষণ অবরোধ করার পর বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে অন্যান্য স্থানে এখনো উত্তেজনা ও অবরোধ বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক