নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার এবং জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এই সড়ক অবরোধ করা হয়।
জুমার নামাজের পর জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মসজিদ থেকে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যায় শতাধিক ছাত্রজনতা। পরে তারা সেখানে রাস্তায় বসে ঢাকা-বেনাপোল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান ও সেনাক্যাম্পের কমান্ডার মেজর মাজহারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।
অবরোধকালে বক্তারা জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানান। একইসঙ্গে আওয়ামী পুনর্বাসনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন অবরোধকারীরা।
অবরোধ ও বিক্ষোভকালে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, মুখ্য সংগঠক মো. তুহিন মোল্যা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ, জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন, ছাত্র অধিকার পরিষদ নেতা আনিসুজ্জামান সোহাগ, জেলা ছাত্রশিবিরের হাফেজ রুমান শেখ, আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধীনেতা নবাব মোল্যা, আকাশ শেখ, রাশেদুল ইসলাম, আরিফুল হাসান রাব্বি, আহসান হাবিব প্রমুখ।

এম. মুনীর চৌধুরী, নড়াইল