রাজধানীর জিগাতলায় বাড়িতে অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি
রাজধানীর জিগাতলার একটি বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। দুই ইউনিটের চেষ্টায় দুপুর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জীবন মিয়া বলেন, অগ্নিকাণ্ডে এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে আজ সকালে রাজধানীর উত্তরায় সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড হয়। এতে ছয়জন প্রাণ হারান।

এনটিভি অনলাইন ডেস্ক