দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জে অভিনব কায়দায় চোরাচালানকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, শাড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১১ জানুয়ারি) ৫৫ বিজিবির একটি টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিকেল প্রায় ৫টার দিকে একটি পুরাতন কাগজের কার্টুন বোঝাই ট্রাককে থামানো হয়।
পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পুরাতন কার্টুনের নিচে লুকানো অবস্থায় পরিবহণকালে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, শাড়ি ও জিরা পাওয়া যায়। সংশ্লিষ্টদের কাছ থেকে মালামালের বৈধ কাগজপত্র উপস্থাপন করা সম্ভব না হওয়ায় পণ্যগুলো জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫৫ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ