তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে লড়ছেন তিনি।
আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাসনিম জারা লেখেন, শুনানির পর আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা ৯ আসনে জনগণের সমর্থিত সতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।
গত সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।
তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। গত ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। গত ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল হয়।
আজ ১০ জানুয়ারি থেকে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

নিজস্ব প্রতিবেদক