অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রি এবং ক্রেতাদের পাকা রসিদ না দেওয়ার অভিযোগে দুই পরিবেশককে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা আদায় করে।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরের বেওথা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে প্রমাণ পাওয়া যায় যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করছিল এবং ক্রেতাদের পাকা রসিদ দিচ্ছিল না।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল। এ সময় জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)র সভাপতি সামসুন্নবি তুলিপসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, চলতি জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা। তবে বিভিন্ন এলাকায় এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় এক ক্রেতা বলেন, ৱঅতিরিক্ত দাম নেওয়ায় আমরা ভোগান্তিতে পড়ছি। এ ধরনের অভিযান পরিচালিত হলে ব্যবসায়ীরা সচেতন হবে।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ