ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে কাবুল
নতুন বছরের শুরুতেই রাজধানী ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছে তৃতীয় অবস্থানে উঠে এসেছে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২৫৪।
আজকের বৈশ্বিক তালিকায় ২৯৬ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে অবস্থান করছে আফগানিস্তানের রাজধানী কাবুল। তালিকার অন্য শহরগুলোর মধ্যে ২৭৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা দ্বিতীয় এবং ২০২ স্কোর নিয়ে দেশটির রাজধানী দিল্লি চতুর্থ অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেই বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বের হওয়ার সময় উন্নত মানের মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

এনটিভি অনলাইন ডেস্ক