দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের একটি বড় অংশে যান চলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে ঢাকার বহির্গমন পথ।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ও মোগড়াপাড়া পর্যন্ত দীর্ঘ যানজট তীব্র আকার ধারণ করেছে। ঢাকা- চট্টগ্রাম হাইওয়ে রোডে দুর্ঘটনার কারণে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ি থানার পুলিশ।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে দেখা যায়, ঢাকা থেকে বের হওয়ার পথে যান চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ লাইন ধরে বাস ট্রাকের সারি সারি দাঁড়িয়ে আছে। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যাত্রীবাহী পরিবহণ।
আরও পড়ুন : আপসহীন নক্ষত্রের বিদায়
এ বিষয়ে নোয়াখালী রুটের বাস কেকে ট্রাভেলসের সুপারভাইজার আব্দুল হালিম এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল রাত থেকে যানজট লেগে রয়েছে। বর্তমানে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যাত্রাবাড়ি থেকে মোগড়াপাড়া পর্যন্ত তীব্র যানজট।’
বাসের যাত্রী শহিদুল ইসলাম বলেন, ‘যাত্রাবাড়ি থেকে বাসে উঠে দুঘণ্টা এক জায়গায় বসে আছি। গাড়ি টোটাল নড়াচড়া করছে না।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, আজ সকালে লাঙ্গলবন্দ ব্রিজে একটি মালবাহী ট্রাক বিকল হয়। ওই ট্রাকটিতে ২৭ টনের মতো মালামাল থাকায় ট্রাকটি সরাতে সন্ধ্যা পর্যন্ত সময় লেগেছে। তবে এখন যে যানজট রয়েছে এটি গাড়ির বাড়তি চাপের কারণে। অল্প কিছুক্ষণের মধ্যে ছুটে যাবে।
এদিকে গতকাল মঙ্গলবার থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থিত কোরেশ বাংলাদেশ নামক একটি গার্মেন্ট কারখানায় ৭০ শ্রমিককে হঠাৎ ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ করেন তাদের সহকর্মীরা। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা সকালে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের ৭০ জন সহকর্মীকে বেতন না দিয়ে সোমবার ছাঁটাই করে কারখানা সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন : মায়ের পাশে দোয়ারত তারেক রহমান
অবরোধের খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিজস্ব প্রতিবেদক