দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসঙ্গে কাজ করবে : ডা. শফিকুর রহমান
দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা জানাতে যান তিনি। পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন তার বান্দির প্রতি রহম করেন। তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। তিনি ইতিহাসের একটি বিরল সম্মান নিয়ে চলে গেছেন। শেষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল (বুধবার)। মানুষ আবেগ দিয়ে, চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে। এটা তার পাওনা ছিল। জাতির জন্য যে অবদান রেখেছেন তিনি, সেটির পাওনা আল্লাহর কাছ থেকে পেয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, তাকে (খালেদা জিয়া) দেখে আমরাও অনুপ্রাণিত হয়েছি। আমরাও যদি মানুষের জন্য কাজ করি তাহলে মানুষও আমাদের হয়তো চোখের পানি দিয়ে বিদায় দেবে। এটা সবার কপালে জোটে না।
খালেদা জিয়ার জীবন সংগ্রামী ও আপসহীন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন লড়াই করেছেন। তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। অসুস্থতা আমলে নেওয়ার পরিবর্তে উল্টো উপহাস করেছিল বিগত সরকার।
এসময় খালেদা জিয়ার তৈরি করা পাটাতনের ওপর দাঁড়িয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসঙ্গে কাজ করবে। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে আমরা অঙ্গীকারবন্ধ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে আসেন। প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের ঘটনায় কার্যালয়ের নিচতলায় খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন জামায়াত আমির। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত নেতারা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধি দলে ডা. শফিকুর রহমান ছাড়াও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী তারা বৈঠক করেন।
তারেক রহমানের সঙ্গে শিবির নেতাদের সাক্ষাৎ
এদিকে জামায়াত নেতাদের আগে গুলশান কার্যালয়ে যান শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। প্রথমে তারা কার্যালয়ের নিচতলায় শোকবইয়ে স্বাক্ষর করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে বেরিয়ে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তার সঙ্গে দেশের সামগ্রিক বিষয়, ছাত্র রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি আমাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি। দেশের স্বার্থে এবং বাংলাদেশের প্রশ্নে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ হতে পারি। দেশের জন্য কাজ করতে পারি। সকল দল-মত নির্বিশেষে এই বাংলাদেশকে ধারণ করতে পারি সেই আশাবাদই আমরা ব্যক্ত করেছি। আমরা বিশ্বাস করি, বিএনপি-জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার জন্য জনগণ যে প্রত্যাশা রেখেছে, তারা সে প্রত্যাশা পূরণ করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক