ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ
ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
আজ শনিবার (২ জানুয়ারি) সকালে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিন সকাল সাড়ে ১০টার পর শুরু হয় মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম।
এ সময় প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা যাচাই এবং হলফনামায় দেওয়া তথ্য পর্যালোচনা শেষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ।
গত বছরের ২৮ ডিসেম্বর দুপুরে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি এতে সন্তোষ প্রকাশ করছি। আমার শুনানি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
ইশরাক আরও বলেন, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা না করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার না লাগানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সব ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক