জামায়াত প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনী-৩ (দাগনভূইয়া-সোনাগাজী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় অভিভাবক সভার আড়ালে নির্বাচনি প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে দাগনভূঁইয়া উপজেলার বিবি ফাতেমা এতিমখানা মাদ্রাসায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডা. ফখরুদ্দিন মানিক মাদ্রাসায় অভিভাবক সভার আড়ালে একটি প্রচারণা কর্মসূচি পরিচালনা করেছিলেন, যাতে ২০২৫ সালের সংসদীয় নির্বাচনের আচরণবিধির ২০(খ) ধারা লঙ্ঘন হয়েছে।
ডা. ফখরুদ্দিন মানিক সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি অভিভাবক সভায় যোগদান করলেও ভোট চাননি এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তিনি অবগত নন।
সহকারী কমিশনার শহীদুল আলম বলেন, কর্মকর্তারা আসার আগেই প্রার্থীর অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল এবং তার সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে, আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে এবং ডা. ফখরুদ্দিন মানিকের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ করেন দাগনভূইয়া উপজেলা জামায়াতের আমির গাজী সালাউদ্দিন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)