মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ গুলশানে ছেলের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্বজন ও দলীয় নেতাকর্মীদের গাড়িবহরসহ বাড়ি থেকে বের হয় মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি।
আরও পড়ুন : আপসহীন নক্ষত্রের বিদায়
এর আগে গুলশানে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার নিকটাত্মীয়, প্রতিবেশী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেত্রীর চিরবিদায়ের লগ্নে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন।
নির্ধারিত রুট অনুযায়ী মরদেহবাহী বহরটি কিছুক্ষণের মধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছাবে। সেখানে প্রিয় নেত্রীর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ইতোমধ্যে লাখ লাখ মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন : মায়ের পায়ের কাছে সারারাত বসেছিলেন তারেক রহমান
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক