নোয়াখালীতে মনোনয়নপত্র জমা দিলেন মাহবুবউদ্দিন খোকন ও শাহজাহান
নোয়াখালীতে শেষ দিনে পৃথক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। তিনি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে তার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, আজ সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সৌদি আরব বিএনপির নেতা মো. আব্দুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ অন্যান্য নেতারা।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী