জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে মারা যান তিনি। এতে আহত হয়েছে আরও চারজন। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন নিহতের ভাই ও ভাতিজারা।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মান্নান ধামরাই থানাধীন কুশরা ইউনিয়নের বন্যা গ্রামের বাসিন্দা ও মৃত জয়নুদ্দিনের ছেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, বাড়ির সিমানা নিয়ে বিরোধের জেরে মান্নান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তার ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আহত ভিকটিম মান্নানকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ওসি নাজমুল হুদা খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জাহিদুর রহমান