শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬
গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের কেবিএম ইটখোলায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফরিদ সরকার (৪১) গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল সরকারের ছেলে এবং ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভাত খাওয়ার সময় একটি ফোন কল পেয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ফরিদ। ভোররাতে স্বজনরা খবর পান তিনি ‘দুর্ঘটনা’র শিকার হয়েছেন। পরে ইটখোলা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ডান হাতের কবজি কাটা এবং মাথায় গুরুতর জখম ছিল।
নিহতের মা ফরিদা ইয়াসমিন ও ফুপাতো ভাই মাসুদ রানা জানান, দীর্ঘদিন জর্ডানে থেকে গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশে ফিরে বালি ও মাটির ব্যবসা শুরু করেছিলেন ফরিদ। প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি। ইটখোলার শ্রমিকরা জানান, রাত ৩টার দিকে ফরিদসহ দুজন সেখানে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ পাঁচ থেকে সাত জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে শ্রমিকরা ভয়ে ঘরে আশ্রয় নেন।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) এবং সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে কিছু নির্দিষ্ট তথ্য ও ‘ক্লু’ রয়েছে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।” নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)