নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক দুটি স্থান থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রাম এবং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- খাজুরিয়া গ্রামের শফিউল্লা মোল্লার ছেলে বিটু মোল্লা (৪০) ও গাব্দেরগাঁও গ্রামের বাবুল বেপারীর স্ত্রী সেলিনা বেগম (৫০)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বিটু মোল্লার সঙ্গে পারিবারিক কলহের জেরে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে স্ত্রীর বিরোধ হয়। এরপর রাতের কোনো এক সময় তিনি নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে সেলিনা বেগমের পরিবার সূত্রে জানা যায়, ঋণের চাপ ও প্রবাসে থাকা ছেলেকে নিয়ে পারিবারিক নানা সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমানোর পর শুক্রবার সকালে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর