খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের মূল উদ্বেগের বিষয় হলো—ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের মতো মূল জটিলতাগুলো এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এতে তার শারীরিক অবস্থায় বড় কোনো উন্নতি নেই। তাই ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখছেন চিকিৎসকেরা।
লন্ডন থেকে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এই চিকিৎসা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। ঢাকায় আসার পর থেকে তিনি প্রতিদিনই হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন।
আরও পড়ুন : খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিয়মিত ওষুধ নিচ্ছেন
সূত্র জানায়, গত শনিবার ও রোববার খালেদা জিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আজ সোমবার মেডিকেল বোর্ডের সদস্যরা এসব পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা এবং তার ভিত্তিতে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নির্ধারণ করবেন।
এদিকে, খালেদা জিয়ার অসুস্থতার মাত্রা এবং দীর্ঘ আকাশপথে ভ্রমণের ঝুঁকি বিবেচনা করে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সম্ভাব্য তারিখ কয়েকবার পেছানো হয়েছে। চিকিৎসা সংশ্লিষ্ট এক সূত্র জানায়, ঝুঁকি এড়াতে চিকিৎসকেরা বিদেশ যাত্রা আরও দুদিন স্থগিত করেছেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের পরই বিদেশ পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থার নতুন কোনো ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তন আসেনি।
এর আগে বিএনপির পক্ষ থেকে প্রথমে ৫ ডিসেম্বর, পরে ৭ ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু গত শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে, তার বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার অর্থাৎ দীর্ঘ যাত্রার ধকল নিতে শারীরিকভাবে উপযোগী কি না, সেটার ওপর।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে গিয়ে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সশরীরে নিবিড়ভাবে কাছ থেকে ম্যাডামের চিকিৎসার দেখভাল করছেন।
আরও পড়ুন : খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে : জাহিদ হোসেন
ডা. রফিকুল ইসলাম আরও বলেন, অতীতের দুঃসময়ে অনেক বাধা সত্ত্বেও মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা ম্যাডামের চিকিৎসা করেছিলেন, তারাই এখনও দিনরাত পরিশ্রম করে ওনার চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কোনো গুজবে কান না দিয়ে ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

নিজস্ব প্রতিবেদক