খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এবং দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ঢাকা মহানগর দক্ষিণের আওতাভুক্ত ৮ নম্বর ওয়ার্ড মতিঝিল থানা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে বিএনপির নির্বাচনের প্রস্তুতি ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস তার বক্তব্যে এলাকার উন্নয়ন, জনগণের অধিকার ও খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন। এ সময় তিনি সেখানকার স্থানীয় নবীন এবং প্রবীণ অধিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের ভালোবাসায় সিক্ত হন। নির্বাচিত হলে নতুন প্রজন্ম (জেন-জি) কে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।
মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচন হবে জনগণের ভোটের গণজাগরণ এবং ঢাকা-৮ আসন হবে সেই পরিবর্তনের কেন্দ্রস্থল।

এনটিভি অনলাইন ডেস্ক