বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষক নিহত
ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন বাচ্চু মল্লিক (৪৫) নামে এক কৃষক। আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম।
নিহত বাচ্চু মল্লিকের ভাই আবু বকর মল্লিক জানান, সকাল আনুমানিক ১০টায় আমার ভাই নিজ জমিতে লাগানো সবজি গাছ দেখতে যান। এ সময় পাশের জমিতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে তিনি জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে সবজি ক্ষেতে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে আমরা প্রথমে মনে করেছিলাম তিনি স্ট্রোক করেছেন। পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখতে পাই। প্রতিবেশী পিন্টু হাওলাদারের জমিতে ইঁদুর মারার জন্য এই বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। নিহত বাচ্চু মল্লিক ওই এলাকার জলিল মল্লিকের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)