ওসমান হাদির ভূমিকা জাতি আজীবন স্মরণ রাখবে : নৌ উপদেষ্টা
নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়। সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে।
আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটি শহীদ ওসমান হাদি লঞ্চঘাট উদ্বোধনকালে এসব কথা বলেন নৌ উপদেষ্টা।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয়, এই শহীদদের আত্মা আমাদের কাউকে মাফ করবে না।
নৌপরিবহণ উপদেষ্টা বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ শরিফ ওসমান হাদি লঞ্চঘাট’।
এর আগে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা জানান।
এ সময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম, ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, বরিশাল বিএডব্লিউটিএর পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কে এম সবুজ, ঝালকাঠি
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)