দোয়া করি ম্যাডাম সুস্থ হয়ে আবার দেশের হাল ধরবেন : কুষ্টিয়ার নান্নু
কুষ্টিয়া সদর উপজেলার হৈন্যেনপুর গ্রামের নান্নু গত সাত-আট দিন ধরে প্রতিদিনই আসছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের পর আর এখানে আসা হবে না তার। তাতে কিছুটা মন খারাপ হলেও এই ভেবে নান্নু মহা খুশি ম্যাডাম জিয়া (খালেদা জিয়া) উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন।
নান্নু বলেন, মোবাইলে খালি দেখি ম্যাডাম জিয়া অসুস্থ, কেউ কেউ বলে উনি নেই। এইসব কথা শুনে আর ভালো লাগে না। মোবাইলের কথা শুনে আর বিশ্বাস হয় না। তাই চলে আসছি এখানে। নিজের চোখে ওনাকে না দেখতে পারলেও এখানে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা তো নিজের কানে শুনতেছি।
রাত পোহালেই চিকিৎসার উদ্দেশে দেশ ছাড়বেন খালেদা জিয়া। এ বিষয়ে কুষ্টিয়া থেকে আগত নান্নু বলেন, শুনেছি ম্যাডাম জিয়াকে আগামীকাল (শুক্রবার) ১০-১১টার দিকে লন্ডন নিয়ে যাবে। এখন কাছে আছি তাই ভালো লাগছে। ওনাকে দূরে নিয়ে গেলে খারাপ লাগবে। তবে বিদেশে ওনার উন্নত চিকিৎসা হবে এটাই ভালো খবর। দোয়া করি ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশের হাল ধরবেন।
গত কয়েকদিন রাজধানীর রামপুরায় নিজের গ্রামের এক আত্মীয়ের বাসায় কয়েক ঘণ্টার জন্য বিশ্রাম নিতে যান নান্নু। তারপর বাকিটা সময় এভারকেয়ার হাসপাতালের সামনে থাকেন তিনি। নান্নু বলেন, আগামীকাল ম্যাডামের বিমান চলে গেলেই বাড়ির উদ্দেশে রওনা করব।

নিজস্ব প্রতিবেদক