নরসিংদীতে ভূমিকম্পে নিহত ২, আহত অর্ধশতাধিক
নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত (৫.৭) মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। তীব্র এই ঝাঁকুনিতে জেলার পলাশ উপজেলায় মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নরসিংদীর গাবতলিতে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে, তার নাম পরিচায় জানা যায়নি।
এদিকে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে এবং ভবন থেকে নামার সময় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন : ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় মানুষ, চারিদিকে আজানের ধ্বনি
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরি হোসেন মৃধা বৃদ্ধ কাজম আলীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাশের মালিতা গ্রামে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় রেলিং ভেঙে পড়ে তিনজনসহ আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। আহত শতাধিক নারী, পুরুষ ও শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন : ভূমিকম্পে দেশের মানুষের নিরাপত্তা কামনা করে মির্জা ফখরুলের সতর্ক বার্তা
সকাল ১০টা ৩৮ মিনিটে গোটা জেলাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। ক্ষণিকের মধ্যেই মানুষজন হুড়োহুড়ি করে সড়কে বেরিয়ে আসেন। বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও, বহু ভবন ও বাড়ি-ঘরে ছোট ছোট ফাটল দেখা দিয়েছে। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভবনে ফাটলসহ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট হয়েছে বলে জানা গেছে।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী