মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে। পরে ব্যাংক কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানায়।
আরও পড়ুন : যেসব অভিযোগে শেখ হাসিনা-কামালের সর্বোচ্চ দণ্ড
মহম্মদপুর উপজেলা সদরের একটি ভাড়া ঘরে গ্রামীণ ব্যাংক শাখাটি পরিচালিত হয়। শাখার সেকেন্ড ম্যানেজার ও সিনিয়র অফিসার সিরাজুল ইসলাম জানান, আনুমানিক সাড়ে ৩টার দিকে বাড়ির মালিক ধোঁয়া দেখতে পেয়ে নিচে আসেন এবং লোকজনকে ডাকাডাকি করেন। পরে ব্যাংক কর্মকর্তারা নিজেরাই পানি দিয়ে আগুন নির্বাপণ করেন। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে।
ব্যাংকটির শাখার একজন স্টাফ শ্রীকান্ত বিশ্বাস বলেন, ‘ফেসবুকে পোস্ট হওয়ার পর আমি জানতে পারি গ্রামীণ ব্যাংকে আগুন লেগেছে। পরে এসে দেখি সেকেন্ড স্যারের টেবিলের ফাইল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। কেউ জানালার লক ভেঙে পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে।
আরও পড়ুন : রায় ঘোষণার সময় তাসবিহ পড়ছিলেন সাবেক আইজিপি মামুন
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে এবং তদন্ত চলছে।

জালাল উদ্দিন, মাগুড়া (মোহাম্মদপুর-শালিখা)