প্রথমবারের মতো ঢাকায় ‘টেডএক্স উত্তরা’
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টেড অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট টেডএক্স উত্তরা। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)–এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
টেডএক্স হলো যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা টেডের একটি অনুমোদিত প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা ১৮ মিনিটে তাঁদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন।
এবারের টেডএক্স উত্তরা ইভেন্টের প্রতিপাদ্য ‘পাওয়ার অফ পসিবিলিটি’। এ বিষয়ে লিড অর্গানাইজার ও লাইসেন্সধারী সুমাইয়া কবির বলেন, ‘আজকের পৃথিবীতে যেকোনো বড় পরিবর্তনের শুরু হয় একটিমাত্র সাহসী চিন্তা থেকে। একটি ছোট ‘সম্ভব’ শব্দ থেকেই রচিত হয় অগণিত অগ্রগতির গল্প। এই উপলব্ধি থেকেই এই থিমটি নির্ধারণ করেছি আমরা।’
সুমাইয়া কবি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে টেডএক্স উত্তরার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা। মানুষ যাতে টেডএক্সের বাংলাদেশ ইভেন্ট বলতে টেডএক্স উত্তরাকে বেঞ্চমার্ক হিসেবে চিনে— এমনভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে আয়োজন করতে চাই। এছাড়াও ১৩ ডিসেম্বর দিনটিকে মানুষের জন্য স্মরণীয় করে তুলতে চাই। এটি মানুষকে ভিন্নভাবে ভাবতে উৎসাহ দেবে, অনেকের ক্ষেত্রে জীবনে পরিবর্তন আনার মতো কোনো আইডিয়া বা শেখার সুযোগ হয়ে উঠতে পারে। ইতোমধ্যে যে পরিমাণ সাড়া পাওয়া গেছে, আশা করছি আমাদের উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে পারব।’
এবারের আয়োজনে এখন পর্যন্ত আয়োজক কমিটি থেকে পাঁচজন বক্তার ন্সম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- দেশ ও আন্তর্জাতিক পরিসরে শিক্ষা, সমাজসেবা, গণমাধ্যম ও ব্যবসায়িক উদ্ভাবনের উল্লেখযোগ্য মুখ— ড. স্কট লেকম্যান, ইউটা'র বর্ষসেরা চিকিৎসক ও পোলিও নির্মূল উদ্যোগে অবদানের জন্য তিনি রোটারির আঞ্চলিক ‘পোলিও–মুক্ত বিশ্ব’ পুরস্কারে ভূষিত জনস্বাস্থ্যনেতা।
ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ও খ্যাতিমান লেখক, সমাজকর্মী বাদল সৈয়দ; ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক মোহাম্মদ কাইকোবাদ; গণমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব আবদুর নূর তুষার; এবং কৃষি–উদ্ভাবনভিত্তিক স্টার্টআপ ‘ফসল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং ফোরবস-২০২৫ এর ৩০ আন্ডার ৩০ এ স্থান অর্জনকারী উদ্যোক্তা সাকিব হোসাইন।
ইভেন্টে অংশ নিতে “টেডএক্স উত্তরা” নামের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া লিংকে রেজিস্ট্রেশন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রথম ১৫০টি ‘আর্লি বার্ড’ টিকিটে রয়েছে বিশেষ ছাড়। টিকিট পার্টনার হিসেবে থাকছে টিকিট টুমরো।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে টেড কর্তৃপক্ষ থেকে টেডএক্স উত্তরা আয়োজনের অনুমোদন পায় আয়োজক দল।

নিজস্ব প্রতিবেদক