ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে নারী সমাবেশ
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে অষ্টম দিনে বিক্ষোভ সমাবেশ করেছে নারীরা।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নারী বিক্ষোভ মিছিল নিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে জড়ো হয়।
আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার প্রায় ২০ হাজার নারী এই সমাবেশে যোগ দিয়ে বিক্ষোভ করে।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তারা ডা. শহিদুল আলমের মনোনয়ন নিশ্চিত করার দাবি জানায়।
বিক্ষোভ মিছিলটি কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাকশিয়ালি ব্রিজের কাছে এসে নারী সমাবেশে যোগ দেয়।
সমাবেশে বক্তব্য দেন সুমি সুলতানা, কৃষ্ণা রানী সরকার, আমিনা বেগম, কুলসুম প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা-৪ আসনের জন্য কাজী আলাউদ্দিন গণসংযোগ করেছেন। তাকে আমরা কোনো দিন সাতক্ষীরা-৩ আসনে পাইনি। এখানে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের মিথ্যা মামলা হামলা উপেক্ষা করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন ডা. শহিদুল আলম। তিনি গরিবের বন্ধু। করোনার সময়ে বিনামূল্যে ফ্রি চিকিৎসাসেবাসহ বিভিন্ন সময় গরিব দুঃখী মানুষের সেবা করে সবার মন জয় করেছেন।
বক্তারা আরও বলেন, কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার করা না হলে এই আসনটি জামায়াতের দখলে চলে যাবে। আর বিএনপির চরম ভরাডুবি হবে। তাই অবিলম্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের মনোনয়ন নিশ্চিত করতে হবে।
গত ২৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ জন বিএনপির প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেন। এই তালিকা থেকে ডা. শহিদুল আলমের নাম বাদ পড়ায় সাতক্ষীরা-৩ আসনে বিএনপিদলীয় নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে ওঠেন।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা