সরকারি চাকরিজীবীদের আয়কর আইবিএস সিস্টেমে কর্তনের নির্দেশ
আইবিএস সিস্টেমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল হতে আয়কর কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১১ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি অর্থবছরে যে পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যে নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করে। তাই আয়কর আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল হতে আয়করসহ যথাযথভাবে অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি বুলসের এসআর ১১৫-তে উত্তোলনকারীর ওপর বর্তায় বলেও উল্লেখ করা হয়। এ অবস্থায় যে পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যে নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার অধিক তাদের বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)