ইসির সঙ্গে বৈঠকে এনসিপি
নির্বাচন ভবন। ফাইল ছবি
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
আজ রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিকেল সোয়া তিনটার দিকে এনসিপির ওই প্রতিনিধি দল বৈঠকে বসে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
জানা গেছে, প্রতীকসহ সংসদ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করবে এনসিপি।

নিজস্ব প্রতিবেদক