পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিহত সাদিয়া আক্তার ও মোহাম্মদ আরিয়ান। ফাইল ছবি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো– সাদিয়া আক্তার (৪) ও মোহাম্মদ আরিয়ান (৩)। শিশু সাদিয়া শ্রীরামপুর গ্রামের আহসান উল্লাহর মেয়ে এবং আরিয়ান একই বাড়ির সালাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সাদিয়া ও আরিয়ান বাড়ির আঙিনায় খেলা করতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। এরপর তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি, খোঁজ নিয়ে দেখছি।

কেফায়েত উল্লাহ মিয়াজী, কুমিল্লা (নাঙ্গলকোট)