৩ কারখানায় অভিযান, যৌন উত্তেজক ওষুধ ধ্বংস
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ‘ওষধি গ্রামে’ অভিযান চালিয়ে বিপুল নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ করে ধ্বংস করেছে যৌথ বাহিনী।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী ও ঔষধ প্রশাসন অধিপ্তরের সমন্বয়ে বিশেষ টিম আজ সোমবার (৪ আগাস্ট) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালায়।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম বলেন, সদর উপজেলার লক্ষ্মীপুর ও আমিরগঞ্জ এলাকার ভেষজ পল্লীর তিনটি গোপন কারখানায় অভিযান চালানো হয়। ভেষজ ওষুধের আড়ালে এসব কারখানায় চিন থেকে আমদানি করা ক্ষতিকর যৌন উত্তেজক কেমিক্যাল দিয়ে নকল ওষুধ তৈরি করে অনলাইন ও অফলাইনে বিক্রি করা হতো।
মাখনুওন তাবাসসুম আরও বলেন, এ সময় কারখানা তিনটি থেকে প্রায় এক কোটি টাকার নকল ওষুধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে কারখানা মালিক শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, সজল, সাব্বির রাজু ও সেলিমকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

হালিম খান, নাটোর