সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে অগ্নিকাণ্ড
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৩ জুলাই) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে কার্যালয়ের একটি এয়ারকন্ডিশনার (এসি) ও একটি এলইডি টেলিভিশন পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা চিৎকার করে আগুনের খবর দেয়। খবর পেয়ে কার্যালয়ের কর্মচারীরা অগ্নিনির্বাপণ সিলিন্ডার ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের সিএ রানা বাগচী বলেন, “আমরা প্রতিদিনের মতো অফিস করছিলাম। হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করি। তবে ততক্ষণে এসি ও টিভি পুড়ে যায়।”
সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা হামিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম সিদ্দিকী জানান, ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী