আসাদগেট থেকে উদ্ধার শিশুকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ
রাজধানীর আসাদগেট থেকে উদ্ধার পাঁচ বছর বয়সী শিশু ইসমাইল আল মুন্সীকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ কাদের আহমেদ তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেন।
এর আগে ওদিন রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে আসাদগেট সংলগ্ন তেল পাম্পের সামনে কান্নাকাটি করছিল। পরে কাউছার নামে একজন ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ শিশুটির পরিবারের খোঁজ শুরু করে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ কাদের আহমেদ গণমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যায় শিশুটি আসাদগেট সংলগ্ন তেল পাম্পের সামনে কান্নাকাটি করছিল। ওই পথ দিয়ে যাওয়া অনেকে তাকে আর্থিকভাবে সহায়তা করলেও পুলিশকে বিষয়টি কেউ জানায়নি। পরে একজন রিকশাচালক শিশুটিকে নিয়ে যাবার চেষ্টা করে। যা দৃষ্টিগোচর হয় কাউছার নামে একজন ব্যক্তির। তিনি রিকশা থেকে ভুক্তভোগী শিশুটিকে নামিয়ে নিজেই থানায় নিয়ে আসেন। পরে থানায় একটি সাধারণ ডায়েরি হয় ও শিশুটির পরিবারের সন্ধান শুরু করে। শিশুটি জানায় তার নাম ইসমাইল। বাবার নাম ইউসুফ। বাড়ি ভাঙা মসজিদ। এরপর থানা পুলিশের একাধিক দল মসজিদটির অবস্থান খুঁজে বের করে। এরপর হারিয়ে যাওয়া শিশুটির বাবা-মায়ের সন্ধান পায়। পরে তাদেরকে থানায় এনে শিশুটিকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
শেখ কাদের আহমেদ আরও বলেন, ‘প্রাণচঞ্চল শিশুকে আমরা সাধ্যমতো খাবার ও খেলনা দিয়েছি, যাতে সে হারিয়ে গেছে বিষয়টি ভুলে থাকতে পারে। একসঙ্গে তার পরিবারের খোঁজ চালিয়ে যাওয়া হয়।’
এদিকে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান ইসমাইলের বাবা ইউসুফ। ছেলের সন্ধান ও খুঁজে বের করে দেওয়ায় তিনি থানা পুলিশকে কৃতজ্ঞতা জানান।

নিজস্ব প্রতিবেদক