শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলের মৃত্যু
শরীয়তপুরে নড়িয়া উপজেলার মুলপাড়া চেরাগ আলী বেপারী কান্দিতে পারিবারিক কলহের জেরে বাবা মকবুল মোল্লাকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে রুবেল মোল্লা (৩৩)। পরে ফসলের মাঠে থেকে ঘাতক ছেলে রুবেল মোল্লার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আজ রোববার (২৩ মার্চ) ইফতারের পর এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা বাবাকে কুপিয়ে হত্যার পরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পরে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়ে মারা যেতে পারেন ছেলে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান, আজ ইফতারে শেষে মকবুল হোসেন মোল্লা বাড়ির সামনের রাস্তায় এলে তার আগের ঘরের ছেলে রুবেল মোল্লা তার বাবাকে কুপিয়ে হত্যা আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ফসলের ফসলের মাঠে ছেলের মরদেহ দেখতে পায়। ছেলে রুবেল মোল্লার মরদেহটি উদ্ধার করে সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা করার পর পালিয়ে যাওয়ার সময় ফসলের মাঠে পড়ে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর