প্রাক্তন রানির মৃত্যুতে শোকে স্তব্ধ থাইল্যান্ড
থাইল্যান্ডজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির রাজপ্রাসাদ শনিবার ঘোষণা করেছে, প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী ও বর্তমান রাজা মহা ভাজিরালংকর্নের মা, প্রাক্তন রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।
রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায়, ‘মহামান্যের শারীরিক অবস্থা শুক্রবার (২৪ অক্টােবর) পর্যন্ত অবনতির দিকে ছিল এবং রাত ৯টা ২১ মিনিটে চুলালংকর্ন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।’
রানি সিরিকিত ২০১২ সালে স্ট্রোকের পর থেকেই জনসম্মুখে খুব কমই দেখা দিতেন। তিনি ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১৭ অক্টোবর রক্ত সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
রাজা ভূমিবল ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। রানি সিরিকিতের মৃত্যুতে থাই সরকার তিন দিনের সব আনুষ্ঠানিক অনুষ্ঠান স্থগিত করেছে। প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল আসিয়ান সম্মেলনে যোগদানের পরিকল্পনাও বাতিল করেছেন।
শনিবার (২৫ অক্টােবর) সকালে থাই মন্ত্রিসভা তার শেষকৃত্য আয়োজন নিয়ে বৈঠক করেছে। তার মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে সংরক্ষিত থাকবে বলে জানানো হয়েছে।
রাজা ভাজিরালংকর্ন নির্দেশ দিয়েছেন যে, রাজপরিবার ও রাজকর্মচারীরা এক বছরের আনুষ্ঠানিক শোক পালন করবেন।
১৯৩২ সালে ব্যাংককে এক অভিজাত পরিবারে জন্ম নেওয়া সিরিকিত ১৯৪৮ সালে ফ্রান্সে তৎকালীন রাজপুত্র ভূমিবলের সঙ্গে পরিচিত হন। দুই বছর পর ১৯৫০ সালের ২৮ এপ্রিল তাদের বিয়ে হয়, যা রাজা ভূমিবলের অভিষেকের এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়েছিল।
রানি সিরিকিত ও রাজা ভূমিবল চার সন্তানের জনক-জননী ছিলেন। রাজা ভাজিরালংকর্ন এবং তিন রাজকন্যা- উবলরাতনা, সিরিনধর্ন ও চুলাভর্ন।
যৌবনে তিনি বিশ্বজুড়ে সৌন্দর্য ও ফ্যাশনের প্রতীক হিসেবে পরিচিতি পান এবং নানা উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখে দেশের মানুষের ভালোবাসা অর্জন করেন। তার জন্মদিন ১২ আগস্ট থাইল্যান্ডে জাতীয় মা দিবস হিসেবে পালিত হয়।
রানি সিরিকিতের মৃত্যু থাইল্যান্ডের ইতিহাসে এক যুগের অবসান হিসেবে দেখা হচ্ছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে কালো পোশাক পরে শোক পালন করছে সাধারণ মানুষ।

এনটিভি অনলাইন ডেস্ক