সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামী সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এই আদেশ দেন। এদিন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুদকের পক্ষে উপপরিচালক মো. নুরুল হুদা ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। আবেদনে বলা হয়, শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানের সময় তার নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মর্মে প্রতীয়মান হয়। শরীফ আহমেদ তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রূপান্তরের মাধ্যমে নিজের ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
শরীফ আহমেদ দুটি ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অভিযোগ নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। অবিলম্বে তার অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
মামলার নথি থেকে জানা গেছে, শরীফ আহমেদের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি করপোরেট শাখার দুই হিসাবে এক কোটি করে মোট দুই কোটি এবং সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখায় এক কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৭০ টাকা আছে।
দুদেকর পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে আদালত শরীফ আহমেদর ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন।

আদালত প্রতিবেদক