বিচারকের ছেলে হত্যা, লিমন ফের ৫ দিনের রিমান্ডে
রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দফার ৫ দিনের রিমান্ড শেষে লিমনকে আদালতে হাজির করে রাজপাড়া থানা পুলিশ। এ সময় পুলিশ নতুন করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহীর রাজপাড়া থানার ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসীকে গুরুতর আহত করে লিমন মিয়া। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ লিমনকে গ্রেপ্তার করে। সেই মামলায় আদালত তাকে আবারও রিমান্ডে নেওয়ার অনুমতি দিল।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)