হাসপাতালে আমানকে দেখতে গেলেন মির্জা ফখরুল ও আব্বাস
রাজধানীর এভারকেয়ার হসপিটালে আমান উল্লাহ আমানকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস৷ ছবি : এনটিভি
রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি ডাকসুর সাবেক ভিপি চারবারের এমপি ও সাবেক মন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস৷
আজ সোমবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে তারা হাসপাতলে যান। এসময় তারা আমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

নিজস্ব সংবাদদাতা