গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪
ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট। ছবি : এনটিভি
ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার (২৭ মার্চ) ভোরে ধামরাই পৌরসভার মোকামটোলা এলাকার প্রবাসী ইব্রাহিম হোসেনের চার তলা ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া নুরুল ইসলাম নান্নু মিয়া (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫), মেয়ে গণবিশ্ববিদ্যালয়ের এমবিবিএস শিক্ষার্থী নিশরাত জাহান সাথী (২১) ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী আল হাদী সোহাগ (১৮)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

জাহিদুর রহমান