‘একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়ায়’
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি দল আছে যারা বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়ায়। মা-বোনদের তালিমের কথা বলে ডেকে নিয়ে পরে জামায়াতকে ভোট দিতে বলে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াশিন এলাকার জাহানারা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, কিছু মানুষ আছে যারা মুসলমানদের কাছে গিয়ে ধর্মের কথা বলে, আবার বিধর্মীদের সংস্পর্শে গেলে তাদের মতো করে কথা বলে। আমি মুসলমান, তাই মুসলমান হিসেবেই চলব। হিন্দু ভাইদের ধর্ম আমি শ্রদ্ধা করি, খ্রিস্টান ভাইদের ধর্মও আমি শ্রদ্ধা করি। মুসলমান হিসেবে আমি কোরআন তেলাওয়াত করব, হিন্দু ভাইরা গীতা পাঠ করবেন, খ্রিস্টান ভাইয়েরা বাইবেল পাঠ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু একটি দল আছে যারা একদিকে কোরআন তেলাওয়াত করে, আবার মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। এটা হতে পারে না। যারা এ ধরনের কাজ করে তাদের মুনাফেক বলা হয়। কোরআন আমাদের এ ধরনের মুনাফেক থেকে সতর্ক থাকতে বলেছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে, বিবেক দিয়ে চিন্তা করতে হবে এবং এদের প্রশ্রয় দেওয়া যাবে না।
অনুষ্ঠানে কৃষিবিদ এস. এম. খালিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে করটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা, উন্নত জাতের বীজ, ঔষধ ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

রাব্বি খান, টাঙ্গাইল (সদর-মির্জাপুর-বাসাইল)