প্রেমিকের সঙ্গে বিয়ে না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
প্রেমিকের সঙ্গে বিয়ে না দেওয়ায় ফাতেমা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (৯ জুলাই) দিনগত রাতে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই কলেজছাত্রী ফাতেমা নিশিপাড়া মহল্লার আশরাফুল ইসলামের মেয়ে এবং বেলকুচি মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, ফাতেমা খাতুনের সঙ্গে পৌর এলাকার চালা অফিসপাড়া মহল্লার ফজল শেখের ছেলে মান্নান শেখের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ফাতেমা বিষয়টি তাঁর পরিবারকে জানান। পরিবারের সদস্যরা মান্নান শেখের সঙ্গে তাঁকে বিয়ে দিতে অস্বীকার করে। এতে তিনি অভিমান করে গতকাল রাতে শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ