সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেনসিডিল ধ্বংস
সাতক্ষীরায় পুলিশের অভিযানে জব্দ সাত হাজার বোতল ভারতীয় ফেনসিডিল গতকাল বৃহস্পতিবার ধ্বংস করা হয়। ছবি : এনটিভি
সাতক্ষীরায় পুলিশের অভিযানে জব্দ সাত হাজার বোতল ভারতীয় ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ধ্বংস করা হয় ভারত থেকে আনা বিভিন্ন ধরনের ওষুধ ও ইনজেকশনও।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে থানা চত্বরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে এসব মাদকদ্রব্য ও ওষুধ ধ্বংস করা হয়। এ সময় সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা, বিচারিক হাকিম মোরশেদ আলমসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি আরো জানান, কয়েক মাস ধরে চলা পুলিশের বিশেষ অভিযানে এসব মাদকসামগ্রী জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তা ধ্বংস করা হয়।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা