৩১ অক্টোবর কুমিল্লায় ১৬ ইউনিয়নে নির্বাচন
কুমিল্লা জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত কেন্দ্রগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। ওই দিন জেলার ১২ উপজেলার ১৬টি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে নির্বাচন হবে।
নির্বাচন উপলক্ষে উপজেলাগুলোতে এরই মধ্যে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে জেলা নির্বাচন কমিশন।
শনিবার সকালে কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলার কেন্দ্রগুলোতে পুলিশি পাহারায় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
এসব ইউনিয়নের স্থগিত কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, চুরি, সংঘর্ষসহ নানা কারণে ভোটগ্রহ বন্ধ করে দেওয়া হয়। আগামী ৩১ অক্টোবর এই ২৪টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকাগুলোতে আজ ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ১৮টি টহল দলে ১৩৩ জন অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন বলেও জানানো হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা