কুমিল্লায় দীঘি থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কুমিল্লায় ধর্মসাগর দীঘি থেকে উদ্ধার করা লাশ ঘিরে উৎসুক মানুষের ভিড়। ছবি : এনটিভি
কুমিল্লা নগরীর বিনোদন কেন্দ্র ধর্মসাগর দীঘি থেকে অজ্ঞাত পরিচিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ১১টায় দীঘির পশ্চিম পাশে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানা যায়, গতকাল রাতে স্থানীয়রা সিটি পার্কসংলগ্ন ধর্মসাগরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পানি থেকে লাশটি উদ্ধার করে।
কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, লাশটিতে আঘাতের কোনো চিহ্ন নেই। পরনে রয়েছে কালো গেঞ্জি ও লুঙ্গি।
ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে, লাশটি দুদিন আগের। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা