সাকা চৌধুরীর ছেলে হুম্মাম চৌধুরী আটক
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের সামনে থেকে হুম্মামকে আটক করা হয়।
ঠিক কী কারণে হুম্মামকে আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
হুম্মামের ব্যক্তিগত সচিব মিনহাজ উদ্দিন চৌধুরী শিবলী জানিয়েছেন, একটি মামলায় নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে যান হুম্মাম। ওই সময় সিএমএম আদালতের সামনে থেকে ডিবি পরিচয়ে কয়েকজন তাঁকে আটক করে নিয়ে যায়। পরে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে।
হুম্মামের আইনজীবী হুজাতুল আল ফেসানী বলেন, আজ দুপুর ১২টা ৫০ মিনিটে কোর্ট এলাকা থেকে বের হওয়ার পর রায়সাহেব বাজার থেকে গাড়ির গতিরোধ করে হুম্মাম কাদের চৌধুরীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, হুম্মামকে যাঁরা তুলে নিচ্ছিলেন, তাঁদের পরিচয় জানতে চাওয়া হয়। জবাবে তাঁরা বলেন, ‘আমরা ডিবির লোক। পরে সব জানতে পারবেন।’
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী এনটিভি অনলাইনকে বলেন, এ ধরনের কোনো কিছু এখনো তাঁরা জানেন না।

নিজস্ব সংবাদদাতা