রায় ফাঁস : সাকা চৌধুরীর স্ত্রী-ছেলের বিচার শুরু
খসড়া রায় ফাঁসের মামলায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী, তাঁর এক ছেলেসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার অপরাধ বিষয়ক ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।
ট্রাইবুনালের বিচারক কে এম সামসুল আলম আগামী ২৮ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ আদালতে অভিযুক্ত ছয় আসামিকে হাজির করা হয়। এঁরা হলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, তাঁর ব্যবস্থাপক মাহবুবুল আহসান, আইনজীবী এ কে এম ফখরুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই কর্মী সাঁটলিপিকার ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী। পরে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র পড়ে শোনানো হয়। তবে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।
অপর অভিযুক্ত সাকা চৌধুরীর আইনজীবী মেহেদি হাসান পলাতক আছেন।
এ মামলায় ২০১৪ সালের ২৮ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এম শাহজাহান।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তবে রায় প্রদানের কয়েক ঘণ্টা আগে অভিযুক্তরা রায়ের খসড়ার কিছু অংশ ইন্টারনেটে প্রকাশ করেন। পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলে অভিযোগ করেন, রায় এসেছে আইন মন্ত্রণালয় থেকে।
ওই ঘটনায় একই বছর ৪ অক্টোবর শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ও ৬৩ ধারায় একটি মামলা হয়। পরে ওই বছরই ২০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচা চেম্বার থেকে সাকা চৌধুরীর আইনজীবী এ কে এম ফখরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। গত বছরের ৭ ডিসেম্বর হাইকোর্ট ব্যারিস্টার ফখরুল ইসলামকে এক বছরের জামিন দেন।

অনলাইন ডেস্ক